Khoborerchokh logo

অভিনেতা কচি খন্দকার কোয়ারেন্টাইনে । 1020 0

Khoborerchokh logo

ছবি, কচি খন্দকার- অভিনেতা

শুটিং থেকে ঢাকায় ফিরেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন নির্মাতা-অভিনেতা কচি খন্দকার। এ তথ্য নিশ্চিত করে কচি খন্দকার বলেন, ‘গতকাল সন্ধ্যায় ঢাকায় ফিরেছি। এখনো পর্যন্ত সুস্থ রয়েছি। কিন্তু পরিবার ও সবার নিরাপত্তার কথা চিন্তা করে হোম কোয়ারেন্টাইনে রয়েছি।’ পরিচালক আবু রায়হানের পরবর্তী সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এ সিনেমায় গুরত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে কচি খন্দকারকে। দেশে করোনা প্রকোপ শুরুর আগে থেকেই সুন্দরবনে সিনেমাটির শুটিং চলছিল। করোনা সংক্রমণ রোধে চলচ্চিত্রের সব ধরনের শুটিং বন্ধ ঘোষণা করা হয়। অবশেষে সিনেমাটির পুরো শুটিং টিম গতকাল সন্ধ্যায় ঢাকায় ফিরেছে। অভিনয়শিল্পী কচি খন্দকার, আজাদ আবুল কালাম, সিয়াম আহমেদ, পরীমনিসহ এ ইউনিটে মোট ১১০ জন সদস্য ছিলেন। ঢাকার বাইরে থেকে ফেরার কারণে সবাই হোম কোয়ারেন্টাইনে থাকবেন কিনা? এমন প্রশ্নের উত্তরে কচি খন্দকার বলেন, ‘হ্যাঁ, পুরো টিম ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’ ঢাকা লকডাউন করার কারণে এ নগরীর চিত্র পাল্টে গিয়েছে। অনেক দিন পর ঢাকায় ফিরে এ দৃশ্য দেখে অবাক হয়েছেন কচি খন্দকার। তিনি বলেন, ‘সদরঘাটে নামার পর স্তব্ধ হয়ে গেলাম। ঢাকা শহর এক অপরিচিত ঢাকা। এইরকম ঢাকা আগে কোনোদিন দেখিনি। ঢাকা কাঁদছে, বেদনাবিধূর এক হৃদয় নিংড়ানো কান্না। এই কান্না আগে দেখিনি। ঢাকার কান্না সহ্য করা যায় না। এই বেদনা কেটে যাক। ঢাকা হাসুক নির্মল আনন্দে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com